
মুর্শিদাবাদ: ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন যুবক। মৃতদের নাম সালাউদ্দিন আনসারি, কালামউদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি। সকলেই ঝাড়খণ্ডের দেওঘর এলাকার বাসিন্দা। ধৃতদের গতকাল রাতে ডোমকল থেকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহকারীকে গ্রেফতারের পর এই তিন জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পুলিশ থানা। পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার হওয়া মুলকেশ হোসেনের সহযোগিতায় বিভিন্ন অ্যাকাউন্টের পাশ বই নিয়ে, সেই সব অ্যাকাউন্টে জালিয়াতি টাকা ঢুকিয়ে গ্রাহকের কাছে ওটিপি নিয়ে টাকা তুলে নিতে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, টাকার লোভ ও বিভিন্ন সহযোগিতার অছিলায় বিভিন্নভাবে অ্যাকাউন্ট হাতিয়ে নিত মুলকেস হোসেন। এর আগে ২০২০ সালে এই মুলকেস হোসেন এজালিয়াতি করেছিল বলে । সেই সময় এয়ারপোর্ট থানা থেকে ওই উপভোক্তা কাছে নোটিস আছে। সেই বিষয়ে এয়ারপোর্ট থানায় সমাধান হলেও মুলকেস বিভিন্নভাবে ওই উপভোক্তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়।
এরপর ২০২৫ সালের জুলাই মাসে এরকম একাধিক অভিযোগ আসে মুর্শিদাবাদে সাইবার ক্রাইম থানায়। সেই ঘটনার তদন্ত নেমে তিন জন ঝাড়খণ্ডের বাসিন্দাকে ডোমকল থেকে গ্রেফতার করে পুলিশ।