মুর্শিদাবাদ: ইভিএম ভর্তি কন্টেনার গাড়ি ভেঙে দিল স্কুলের তোরণ! প্রতিবাদে তোরণ সংস্কারের ক্ষতিপূরণের দাবিতে পথে নামলেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি রাজ্য উচ্চ বিদ্যালয়ে। লোকসভা নির্বাচনের পর্ব চলছে। লোকসভা নির্বাচনের জন্য কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে DCRC সেন্টার করা হয় কান্দি মহকুমার বিভিন্ন বিধানসভার বুথের জন্য। এই সেন্টার থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন ভোট নিতে ভোট কর্মীরা। কিন্তু কয়েক লক্ষ টাকা ব্যয়ে কান্দি মহকুমা শাসক কার্যালয়ের অদূরেই ইভিএম ষ্ট্রং রুম সেন্টার তৈরি করা হয়। কিন্তু সেখানে ইভিএম রাখার ব্যবস্থা গ্রহণ করেনি। তবে একটি বড় কন্টেনার গাড়ি হঠাৎই বৃহস্পতিবার কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ঢুকতে গিয়েই ঘটে বিপত্তি। কন্টেনারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় স্কুলের নব নির্মিত তোরণ।
স্কুলের এক শিক্ষক বলেন, “বৃহস্পতিবার কান্দি স্কুলে ভোটের জন্য কোনও রিক্যুইজিশন ছিল না। সকাল দশটার সময়ে স্কুল আওয়ার্সেই একটা বড় গাড়ি এখানে ঢুকে পড়ে। একেবারের স্কুলের গেটের মাঝে এসে এমনভাবে আটকে পড়ে, না চালক গাড়ি বার করতে পারছিলেন, না ঢোকাতে পারছিলেন। এই গেটটা করতে ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। একটা প্রজেক্টের টাকা ও অন্যান্য থেকে অনুদান নিয়ে এই গেটটা করা হয়েছে। সেই গেটটা ভয়ঙ্কর অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি আমাদের স্কুলের গেট যে অবস্থায় ছিল, তা ফিরিয়ে দিতে হবে।” খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিও। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা।