রাস্তার ধার থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ

আলিয়া বিবি ভগবানগোলার কুঠিরামপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত দশটা নাগাদ কুঠিরামপুরে রাস্তার পাশে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

রাস্তার ধার থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 30, 2021 | 8:51 AM

মুর্শিদাবাদ: রাস্তার ধার থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায়। জানা গিয়েছে, মৃতের নাম আলিয়া বিবি (২০)।

আলিয়া বিবি ভগবানগোলার কুঠিরামপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত দশটা নাগাদ কুঠিরামপুরে রাস্তার পাশে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যপাঠায়।

আরও পড়ুন: দফতরে বসেই বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ এসসি কমিশনের চেয়ারম্যানের! নয়া বিতর্ক

গৃহবধূর গলায় গভীর ক্ষত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় হাঁসুয়ার কোপ মেরে খুন করা হয়েছে। ঘটনায় আটক মৃতের স্বামী ও দেওর। পরিবারের অভিযোগ, গৃহবধূর স্বামী জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিল। বিভিন্ন সময়েই টাকা আনার জন্য চাপ দিত। স্ত্রীকে নানা কারণে সন্দেহ করত বলেও অভিযোগ। সেই কারণেই খুন বলে অভিযোগ পরিবারের।