মুর্শিদাবাদ: নাবালক শ্যালককে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। সংজ্ঞাহীন অবস্থায় হোটেল থেকে উদ্ধার নাবালক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় পাকড়াও জামাইবাবু। ধৃতের নাম নকুল গোয়েল।
ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর থানার বদরপুর এলাকায়।
জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ অর্ডার করা খাবার বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে আনতে গিয়ে নিখোঁজ হয় ওই নাবালক। এর ঘণ্টা খানেকের পর মুক্তিপণ চেয়ে একটি ভিডিয়ো বার্তা দেয় জামাইবাবু। এরপর বহরমপুর বাস স্ট্যান্ড সমন্বয় এলাকায় আসতে বলা হয় পরিবারকে। ঘটনায় খবর দেওয়া হয় বহরমপুর থানায়।
এরপর পরিবারের লোকজন বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যায়। পুলিশের যৌথ তৎপরতায় বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ওই নাবালককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। নাবালককে চিকিৎসার জন্য মুর্শিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নকুল গোয়েলকে বরমপুর থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ । কী কারণে অপহরণ করেছিল, কেন নকুলের ওতো টাকার প্রয়োজন ছিল, তা সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে কোনও পারিবারকি শত্রুতা রয়েছে কিনা, সেটাও দেখা হচ্ছে।