Murshidabad: গ্রামের পূব দিকের রাস্তাতেই রোজ যাতায়াত তাপসের, কিন্তু শনিবারের সন্ধ্যায় সেই পথ মারাতেই ঘটে গেল অনর্থ… পরিবারে নামল ঘোর সঙ্কট

Murshidabad: মৃতের পরিবারের অভিযোগ, এই গ্রামে দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে চলে। চোলাই মদ তোলার কারবার আর সেই মদ বিক্রি হয় গ্রামে সরকারি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই কারবারের সঙ্গে যুক্ত তারাই এই ঘটনা ঘটিয়েছে।

Murshidabad: গ্রামের পূব দিকের রাস্তাতেই রোজ যাতায়াত তাপসের, কিন্তু শনিবারের সন্ধ্যায় সেই পথ মারাতেই ঘটে গেল অনর্থ... পরিবারে নামল ঘোর সঙ্কট
এলাকায় চাঞ্চল্য Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 16, 2025 | 12:28 PM

মুর্শিদাবাদ: গ্রামের এক কোণে ঠেক। দীর্ঘদিন ধরে সেখানে চোলাইয়ের ঠেক চলছিল। গ্রামের পূব দিকের সেই ঠেকেই গিয়েছিল বছর তিরিশের তাপস ভল্লা। সেই ঠেকের প্রায় রোজকার খরিদ্দার তিনি। কিন্তু একটু বেশিই দেরি হয়ে যাওয়ায় ফুরিয়ে যায় জোগান। তাই নিয়েই বচসা। চোলাইয়ের ঠেকেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদের কান্দিতে বড়ঞা ব্লকের ঝিলেরা গ্ৰামে  চোলাইয়ের ঠেকে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম তাপস ভল্লা (৩০)

মৃতের পরিবারের অভিযোগ, এই গ্রামে দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে চলে। চোলাই মদ তোলার কারবার আর সেই মদ বিক্রি হয় গ্রামে সরকারি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই কারবারের সঙ্গে যুক্ত তারাই এই ঘটনা ঘটিয়েছে। শনিবার রাতে এই যুবক মদ কিনতে আসে এই বাড়িতে তারপরেই মদ না দেওয়ার কারণে বচসা ও পরে যুবককে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের।

রবিবার বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।