মুর্শিদাবাদ: পারিবারিক বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভা বসেছিল। কিন্তু সেখানেই তর্কাতর্কি। আর সেখানেই এক যুবককে চাকু দিয়ে খুনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার তোফাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অসিকুল শেখ ওরফে টনি (৩৪)। বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রাকিব। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পারিবারিক বিষয়কে নিয়েই গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে নিজেদের মধ্যে সালিশ করতে তোফাপুর গ্রামে বৈঠকে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেসময় হঠাৎই তর্কাতর্কি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। ঝগড়ার মাঝেই সালিশিতে আসা এক যুবককে চাকু নিয়ে একাধিকবার কোপ মারার অভিযোগ ওঠে আব্দুল রাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সভায় উপস্থিত বাকিরা ততক্ষণে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। হাতে চাকু থাকায় কাছে যেতে প্রথমে অনেকেই ভয় পাচ্ছিলেন। তারপর পিছন থেকে কয়েক জন বাসিন্দা অভিযুক্তকে জাপটে ধরে ফেলেন। তড়িঘড়ি অসিকুল শেখ ওরফে টনি নামে ওই যুবককে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।