Murshidabad: মাদক কিনতে গিয়ে গ্রেফতার, জেলে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে রহস্য

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 01, 2024 | 9:47 AM

Murshidabad: গত বুধবার ইসলামপুর থানার পুলিশ এক হিরোইন বিক্রেতার বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই উপস্থিত ছিলেন মন্তাজ। মন্তাজ মাদক কিনতে গিয়েছিলেন বলে পুলিশ জানায়। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা নিয়ে যাওয়া হয় থানায়।

Murshidabad: মাদক কিনতে গিয়ে গ্রেফতার, জেলে বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে রহস্য
বিচারাধীন বন্দির মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

 মুর্শিদাবাদ:  জেলে বিচারাধীন এক বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে  ইসলামপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন ওই বন্দির নাম মন্তাজ শেখ (৪০)। পরিবারের বক্তব্য, মন্তাজকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন তিনি সুস্থই ছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে হঠাৎ করেই পরিবারের যোগাযোগ করে জানানো হয় মন্তাজের মৃত্যুর খবর। পরিবারের অভিযোগ, জেলে পিটিয়ে মারা হয়েছে মন্তাজকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ইসলামপুর থানার পুলিশ এক হিরোইন বিক্রেতার বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই উপস্থিত ছিলেন মন্তাজ। মন্তাজ মাদক কিনতে গিয়েছিলেন বলে পুলিশ জানায়। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা নিয়ে যাওয়া হয় থানায়। তারপর আদালতে পেশ করলে পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেয়।  লালবাগ মহকুমা সংশোধনাগারেই ছিলেন মন্তাজ। পরিবারের দাবি, ইসলামপুর থানাতেই বেধড়ক মারধর করা হয়েছে মন্তাজকে।

পুলিশের মারেই মৃত্যু হয়েছে বলে দাবি মন্তাজের পরিবারের। তবে পুলিশের বক্তব্য, আগে থেকেই অসুস্থ ছিলেন মন্তাজ। জেলেই অসুস্থ হয়ে পড়েন। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

Next Article