Humayun Kabir: বড় খবর: হুমায়ুন কবীরের ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ
আটক করা হয়েছে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুনের ছেলে রবীন। জানা যাচ্ছে, রবীন তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। সেই অভিযোগের জেরে আজ শক্তিনগরের পুলিশ আসে হুমায়ুনের বাড়িতে। তারপরই তুলে নিয়ে যায় তাঁর ছেলে রবীনকে।

মুর্শিদাবাদ: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। বিধায়ক আগেই অভিযোগ করেছিলেন শক্তিনগর থানার পুলিশ তাঁর বাড়ি ঘিরে রেখেছে। আটক করা হয়েছে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবীনকে। জানা যাচ্ছে, রবীন তাঁর দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। সেই অভিযোগের জেরে আজ শক্তিনগরের পুলিশ আসে হুমায়ুনের বাড়িতে। তারপরই তুলে নিয়ে যায় তাঁর ছেলে রবীনকে।
এ দিকে, ছেলেকে আটকের পরই ফের ক্ষুব্ধ হুমায়ুন। শক্তিনগর থানায় যাচ্ছেন তিনি। পাশাপাশি পুলিশকে হুমকিও দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, “শক্তিপুর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার বাড়ি ঘিরে যদি কোন অশালীন কাজ করেন তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখব।” পুলিশ সূত্রে খবর, হুমায়ুন কবীরের দেহরক্ষী ছিলেন জুম্মা খান, তাঁকেই মারধর করেছেন বিধায়ক পুত্র বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বস্তুত, হুমায়ুনের ছেলের আরও একটি পরিচয় রয়েছে। গোলাম নবি আজাদ হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ। হুমায়ুন নতুন দল তৈরি করলেও নিজের বাবার দলে কিন্তু তাঁর ছেলে এখনও আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি।
অরূপ চক্রবর্তী বলেন, “হুমায়ুন একটি মিডিয়াতে জানিয়েছেন যে ওই দেহরক্ষী তাঁর ছেলের কাছে বছরের শেষে ছুটি চেয়েছিলেন। সেই নিয়ে ছুটি দিতে সম্মত হননি। তারপরই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। একজন সরকারি পুলিশের কর্মচারি। তাঁর গায়ে হাত তোলা অপরাধ। উনি বিধায়ক হতেই পারেন। পুলিশকে হেনস্থার করবেন কেন?”
