Murshidabad: ফের সীমান্তে অনুপ্রবেশকারী, ৮ বাংলাদেশি-সহ ২ ভারতীয় দালাল জালে

Murshidabad: এই ঘটনায় আশ্রয়দাতা জামিরুল শেখ ও তোফাজ্জল শেখকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ। অন্যদিকে রানিনগর থানার পুলিশ সোমবার ডিগ্রি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজন বাংলাদেশিকে ও একজন সহযোগীকে গ্রেফতার করে।

Murshidabad: ফের সীমান্তে অনুপ্রবেশকারী, ৮ বাংলাদেশি-সহ ২ ভারতীয় দালাল জালে
বাংলাদেশি গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 21, 2025 | 2:38 PM

মুর্শিদাবাদ: ফের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ গ্রেফতার দুই ভারতীয় দালাল। মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় জামিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতরা সাকিরুল ইসলাম, মহম্মদ সিরাজুল, মহম্মদ শামসুল শাকিল শেখ ও সঞ্জিত কর্মকার। সকলেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এই ঘটনায় আশ্রয়দাতা জামিরুল শেখ ও তোফাজ্জল শেখকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ। অন্যদিকে রানিনগর থানার পুলিশ সোমবার ডিগ্রি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজন বাংলাদেশিকে ও একজন সহযোগীকে গ্রেফতার করে। ধৃতদের নাম তারিকুল ইসলাম, আব্দুল রহমান ও মোহাম্মদ সাহেব আলি সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার বাসিন্দা।

ধৃতদের সহযোগিতা করার অভিযোগের সাদ্দাম হোসেন রানিনগর থানা এলাকার বাসিন্দা তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিদেশি আইনে মামলা রুজু করে আদালতের সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিও তোলা হবে এর সঙ্গে কে বা কারা আরও জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের উদ্দেশ্য কী ছিল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।