Murshidabad Child Death: আদরের অছিলায় শিশুকে খুন, গা থেকে সোনার গহনা খুলে গঙ্গায় ফেলে দিলেন মহিলা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2023 | 2:01 PM

Murshidabad Child Death: স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যে নাগাদ বাড়ির পাশে খেলা করছিল দু'বছরের ছোট্ট সাহানা। সেই সময় প্রতিবেশী নায়েমা খাতুন শিশুটিকে কোলে তুলে আদর করেন। যা দেখে পরিবারের সদস্যরা তাঁকে কিছু বলেননি। তবে কিছুক্ষণ কাটতেই সাহানাকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি।

Murshidabad Child Death: আদরের অছিলায় শিশুকে খুন, গা থেকে সোনার গহনা খুলে গঙ্গায় ফেলে দিলেন মহিলা
দু'বছরের শিশুকে খুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সামশেরগঞ্জ: ব্যাঙ্ক থেকে লোন তুলেছিলেন। কিন্তু টাকার জন্য তা মেটাতে পারেননি। সেই কারণে এমন নৃশংস পথ বেছে নেবেন কেউ হয়ত কল্পনাও করতে পারেনি। দু’বছরের এক শিশুকে অপহরণ করে তাঁর সোনার কানের দুল ও চাঁদির গলার হার নিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রতিবেশী মহিলার বিরুদ্ধে। শুধু তাই নয়, বাচ্চাটি খুনের পর গঙ্গায়ও ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামে। মৃত শিশুটির নাম সাহানা খাতুন। ইতিমধ্যেই সামশেরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মহিলা নায়েমা খাতুনকে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যে নাগাদ বাড়ির পাশে খেলা করছিল দু’বছরের ছোট্ট সাহানা। সেই সময় প্রতিবেশী নায়েমা খাতুন শিশুটিকে কোলে তুলে আদর করেন। যা দেখে পরিবারের সদস্যরা তাঁকে কিছু বলেননি। তবে কিছুক্ষণ কাটতেই সাহানাকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর ওই মহিলাকে দেখতে পেয়েই শিশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করেন সাহানা কোথায়। পরিবারের দাবি, অভিযুক্ত মহিলা নিজেই স্বীকার করেন যে, তিনি শিশুটির সোনার কানের দুল ও চাঁদির গহনা খুলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে গঙ্গায় ফেলে দিয়েছেন।

খবর পেয়ে রাত্রিবেলা ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর বাড়ি থেকে কানের দুল ও চাঁদির মালা উদ্ধার করা হয়।। এ দিকে ঘটনা জানাজানি হতেই শনিবার সকাল থেকে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

 

Next Article