এক মাসের সন্তানের নিথর দেহ খাটে! পাশেই মা, মেঝেতে একরত্তির বাবার দেহ

Apr 27, 2021 | 12:17 PM

সোমবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের (Murshidabad) সুতির (Suti) নুরপুর এলাকা।

এক মাসের সন্তানের নিথর দেহ খাটে! পাশেই মা, মেঝেতে একরত্তির বাবার দেহ
নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: এক রত্তি সন্তান! নিথর ছোট্ট শিশুকে নিয়ে খাটের ওপর উপুড় হয়ে পড়ে রয়েছেন বছর বাইশের মহিলা। মেঝেতে পড়ে স্বামীর দেহ। সোমবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের (Murshidabad) সুতির (Suti) নুরপুর এলাকা।

নুরপুরের ঘোষপাড়া গ্রামের বাসিন্দা শ্রীমন্ত সিংহ ও ববিতা দাসের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। মাস খানেক আগে এক সন্তানের জন্ম দেন ববিতা। পড়শিরা বলছেন, আপাতত সুখী পরিবার ছিলেন ওঁরা। সন্তান হওয়ার পর সুখ বেড়েছিল কয়েক গুণ। তবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে একটা অশান্তি ছিল। সে কারণে মাঝেমধ্যে মানসিক অবসাদে ভুগতেন দম্পতি।

পারিবারিক ঝামেলাকে খুব বেশি আমল যাতে তাঁরা না দেন, তা বোঝাতেনও প্রতিবেশীরা। ইদানীং সে সমস্যা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সোমবার সকালে শ্রীমন্তর বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পেরেছিলেন প্রতিবেশীরা। কিন্তু নিত্য এরকম হয়েই থাকে ভেবে, বিশেষ আমল দেননি। সোমবার দুপুরের পর থেকে তাঁদের কোনও সাড়া শব্দ পাচ্ছিলেন না কেউই।

সন্ধ্যায় শ্রীমন্ত ও তাঁর স্ত্রী ববিতাকে বারবার ডাকেন প্রতিবেশীরা। সাড়া পাননি। বিপদ আঁচ করেই থানায় খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে ঘরের ভিতর থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করে। ববিতার বাপের বাড়ির অভিযোগ, শ্রীমন্তর বাড়ির লোক ওঁদের দু’জনের ওপর খুবই মানসিক অত্যাচার করতেন।

আরও পড়ুন: দুই সন্তানকে দু’হাতে চেপে থানায় ঢুকে বুকফাঁটা কান্না মহিলার! জানালেন ঠিক কতটা নৃশংস কাজ করেছেন তিনি

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি। মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে ববিতার পরিবার।

 

Next Article