
মুর্শিদাবাদ: স্কুলে ‘ম্যাম’রা সচেতনতার পাঠ দিয়েছিলেন। বাইরে-ঘরে কোথাও নিগ্রহের শিকার হলে যেন সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করা হয়। স্কুলে গিয়ে পুলিশও সচেতনতার পাঠ দিয়েছে। দিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ নম্বরও। সেটাই মাথায় রেখেছ অষ্টম শ্রেণির ছাত্রী। সেই নম্বরেই মেসেজ পাঠিয়েছিল ছাত্রী। তাতেই কাজ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের বাসিন্দা অষ্টম শ্রেণির এক ছাত্রী পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠায়। আর সেক্ষেত্রে তার অভিযোগ বাবার বিরুদ্ধে। মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী অর্থাৎ মেয়েটির সৎ বাবা। পুলিশ জানায়, মেয়েটি পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, তার বাবা শারীরিক অত্যাচার চালায়।
সেই পেয়ে দেখতে পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। খবর নিয়ে অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছে যায়। এরপরে নির্যাতিতার মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সৎ বাবাকে সোমবার গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
ছাত্রীর বক্তব্য, “আমার স্কুলে যখন পুলিশ আসে, তখনই মনে সাহস পেয়েছিলাম। ভেবেছিলাম, মেসেজ করব। দীর্ঘদিন ধরেই বাড়িতে এসব চলত। তবে ভয়ে কিছু বলতে পারতাম না।”