Murshidabad: শিক্ষকদের বেতন দিতে পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে ফর্ম ফিলাপের অতিরিক্ত টাকা! বিতর্ক

Murshidabad: ছাত্রছাত্রীদের অভিযোগ, "কোনও রকম কোনও রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে সম্পূর্ণ টাকা। প্রতিবাদে শনিবার সকালে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।"

Murshidabad: শিক্ষকদের বেতন দিতে পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে ফর্ম ফিলাপের অতিরিক্ত টাকা! বিতর্ক
স্কুলপড়ুয়াদের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2023 | 2:32 PM

মুর্শিদাবাদ:  মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ করতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। ঘটনাটি হরিহরপাড়া থানার স্বরূপপুর হাই স্কুলের ঘটনা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ অন্যান্য স্কুলে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ফর্ম ফিলাপ করতে ২২০ টাকা নিলেও তাঁদের স্বরূপপুর হাই স্কুলে ৪০০ টাকা নিচ্ছে।

ছাত্রছাত্রীদের অভিযোগ, “কোনও রকম কোনও রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে সম্পূর্ণ টাকা। প্রতিবাদে শনিবার সকালে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।” স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের তুলনায় শিক্ষক কম থাকায় অতিরিক্ত এলাকার কিছু শিক্ষক চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের ন্যূনতম একটা টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হয়। তাই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা কিছু বেশি নেওয়া হচ্ছে।

এক অভিভাবকের বক্তব্য, “স্কুলের তরফে প্রথমে সেভাবে কিছুই বলা হয়নি। কিন্তু এভাবে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হলে তো অভিভাবকদেরই ওপর চাপ তৈরি হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগই চাষাবাদের ওপর নির্ভরশীল। কয়েকজন ছোটোখাটো ব্যবসা করেন। অনেকেই কষ্ট করে ছেলেমেয়েদের পড়ান। তার মধ্যে এভাবে চাপ তৈরি হলে সমস্যা হচ্ছে।” এদিকে এদিনের রাস্তা অবরোধের জেরে বেশ কিছুক্ষণ এলাকায় যানজট তৈরি হয়।