Murshidabad: হাতে নিতেই চোখ বিস্ফারিত, পরে গন্ধ শুঁকতেই পুলিশ সবটা বুঝল

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2023 | 1:56 PM

Murshidabad: পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রিবেলা ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ৩০৭ সাত গ্রাম হেরোইন নিয়ে গ্রেফতার হন দু'জন। তাঁদের নাম সুভাষ মণ্ডল (৪০) অপরজন সৃঞ্জিত মণ্ডল (৩৫)। উভয়ের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার চড়সুজাপুরে।

Murshidabad: হাতে নিতেই চোখ বিস্ফারিত, পরে গন্ধ শুঁকতেই পুলিশ সবটা বুঝল
কী কাণ্ড
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ফরাক্কা (মুর্শিদাবাদ): কখনও বোমা। কখনও মাদক। মুর্শিদাবাদে যেন অপরাধ থামছেই না। এবার প্রায় তিনশো গ্রাম হেরোইন সহ পুলিশের জালে ধরা পড়ল দু’জন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর না মেলায় গ্রেফতার করেছে তাঁকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা ব্রিজের কাছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রিবেলা ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ৩০৭ সাত গ্রাম হেরোইন নিয়ে গ্রেফতার হন দু’জন। তাঁদের নাম সুভাষ মণ্ডল (৪০) অপরজন সৃঞ্জিত মণ্ডল (৩৫)। উভয়ের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার চড়সুজাপুরে।

কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কায় হেরোইন নিয়ে এসেছিল তাঁর তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তিকে আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। এ দিকে, আজ আবার সামশেরগঞ্জের বালতি থেকে বোমা উদ্ধার হয়। যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

 

Next Article