
মুর্শিদাবাদ: তিন সন্তানের সামনেই স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার সকাল সকাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সূতির আহিরন মাঠপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম রেশমি বিবি(২৩)। তাঁর বাড়ি সূতি থানার আহিরন মাঠপাড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়।
জানা গিয়েছে, গত তিন মাস থেকে বাড়িতে যাননি স্বামী। এমনকি ইদেও ফেরেননি বাড়ি। রবিবার গভীর রাতে হঠাৎ বাড়িতে আসে অভিযুক্ত স্বামী মসিবুল শেখ। প্রতিবেশীরা জানাচ্ছেন, বাড়ি ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু করে দেন। দম্পতির মধ্যে হাতাহাতিও হয় বলে প্রতিবেশীরা জানাচ্ছেন।
অভিযোগ, বচসা চলাকালীনই মসিবুল ধারাল অস্ত্র দিয়ে রেশমির গলার নলি কেটে দেন বলে অভিযোগ। চোখের সামনে মাকে খুন হতে দেখেন ছোট ছোট তিন সন্তান। ভয়ে তারা চিৎকার করলে তাদেরকেও অভিযুক্ত মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। বাচ্চারা বাবার ভয়ে চিৎকার করতে পারেনি।
যদিও খুনের পরেই স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে যান মসিবুল। বাবা পালিয়ে যেতেই বাচ্চারা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে যান। তারাই বিষয়টি লক্ষ্য করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতির আহিরন ফাঁড়ির পুলিশ। ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করার পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ।