Murshidabad Kidnap: সিঙারা কিনে দেওয়ার নাম করে ডাকে, তারপরই শিশুকন্যার বাড়িতে যায় সেই ফোন

Murshidabad Kidnap: তবে ফোন নম্বর ট্র্যাক করেই চার ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়ায় করল বহরমপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজু। মিরাজুলের বাড়ি ফারাক্কা থানার জোড়পুকুরিয়া এলাকায়।

Murshidabad Kidnap: সিঙারা কিনে দেওয়ার নাম করে ডাকে, তারপরই শিশুকন্যার বাড়িতে যায় সেই ফোন
ফাইল ছবি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 24, 2022 | 10:53 AM

মুর্শিদাবাদ: বাড়ির সামনেই খেলা করছিল বছর চারেকের মেয়েটা। সিঙারা কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে গিয়েছিল পাড়ার ‘কাকু’। আর তারপরই বেপাত্তা। কিছুক্ষণের মধ্যেই শিশুটির বাড়িতে যায় মুক্তিপণ চেয়ে ফোন। সিঙারা কিনে দেওয়ার লোভ দেখিয়ে এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। তবে ফোন নম্বর ট্র্যাক করেই চার ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়ায় করল বহরমপুর থানার পুলিশ। ধৃতের নাম রাজু। মিরাজুলের বাড়ি ফারাক্কা থানার জোড়পুকুরিয়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙারা কিনে দেওয়ার লোভ দেখিয়ে কিডন্যাপ জমজমা পাড়া এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ওই শিশু কন্যাকে অপহরণ করে অভিযুক্ত। পরিবারের দাবি, বিকালে বাড়ির পাশেই খেলছিল। তারপর হঠাৎ তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। প্রথমে মনে করা হচ্ছিল কারোর বাড়িতে গিয়েছে। কিন্তু তারই মাঝে চলে আসে মুক্তিপণ চেয়ে ফোন।

মুক্তিপণের ফোন আসতেই পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার। পুলিশের খবর দেওয়া মাত্রই ওই নম্বর ট্র্যাকিং করতে শুরু করে। প্রায় ঘণ্টা চারেকের মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর থানার পুলিশ।

ফারাক্কার জোড়পুকুরিয়ায় অভিযুক্তের বাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ ওই শিশু কন্যাকে সেই এলাকা থেকেই উদ্ধার করে। অপহরণকারীকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ধৃতকে আজ বহরমপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারপতি।