Murshidabad: একদিনের জন্য IC হলেন মাধবী হাজরা

Murshidabad: শনিবার দুপুরে কান্দি শহর জুড়ে মহিলা ও সিভিক ভলান্টিয়রদের সঙ্গে নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পরে সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীকে সম্মান জানানো হয় কান্দি থানার মধ্যেই।

Murshidabad: একদিনের জন্য IC হলেন মাধবী হাজরা
মাধবী হাজরাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 08, 2025 | 9:13 PM

মুর্শিদাবাদ: নারী দিবসের দিন এক অন্য ভুমিকা পালন করা করল মুর্শিদাবাদের কান্দি থানা। কান্দি থানার আইসির (IC) চেয়ারে বসলেন মাধবী হাজরা।

কে এই মাধবী হাজরা?

মুর্শিদাবাদ জেলার কান্দির মাধুনিয়া গ্রামের বাসিন্দা মাধবী হাজরা। তিনি কান্দি ব্লক মহিলা সমবায় সমিতি পরিচালনা করে থাকেন। বর্তমানে সমবায় সমিতি তৈরি করে সমাজে কাজ করে চলেছেন। তাই কান্দি থানার উদ্যোগে কান্দি থানার অন্তর্গত বেশ কিছু নারীকে সম্মান জানানো হয় কান্দি থানার মধ্যেই। তারপরেই আধঘণ্টার জন্য আইসির চেয়ার সামলালেন মাধবী হাজরা।

শনিবার দুপুরে কান্দি শহর জুড়ে মহিলা ও সিভিক ভলান্টিয়রদের সঙ্গে নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পরে সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীকে সম্মান জানানো হয় কান্দি থানার মধ্যেই। উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার,কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক,কান্দি থানার আইসি মৃণাল সিনহা।

তবে আইসির চেয়ারে বসে মাধবী হাজরা তিনি জানান,”আমি তো স্বনির্ভর দলের মহিলা। গ্রামের মহিলা। আইসির চেয়ারে যে আমি বসতে পারব ভাবতেই পারছি না। এর জন্য আমি সকলকে ধন্যবাদ দিলাম। এর আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। নিজেকে ধন্য বলে মনে করছি।”