Murshidabad: কাজ করার সময়ে চলন্ত মেশিনে ঢুকে যায় মাথা, মুর্শিদাবাদে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 09, 2023 | 5:31 PM

Murshidabad: দীর্ঘদিন থেকে তাঁর বাবা ও মা দিল্লিতে কাজ করেন। তারপর বছর খানেক আগে সেখানেই কাজে যান নুজরুল। সেখানে কাজ ছেড়ে দিন পনেরো আগে ঢালাইয়ের কাজে হায়দরাবাদ আসে।

Murshidabad: কাজ করার সময়ে চলন্ত মেশিনে ঢুকে যায় মাথা,  মুর্শিদাবাদে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু
মুর্শিদাবাদে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার

Follow Us

মুর্শিদাবাদ: আর পাঁচ জনের মতোই শিফটে কাজ করছিলেন তিনি। অসতর্কতাবশত কাজ করার সময়ে চলন্ত মেশিনে মাথা ঢুকে যায় তাঁর। আবারও ভিন রাজ্যে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের উপ্পল রিংরোড এলাকায়। মৃত শ্রমিকের নাম নুজরুল মিঞা। বছর উনিশের নুজরুলের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের যুগিন্দা বিশ্বাস পাড়া এলাকায়। গ্রামের বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে তাঁর বাবা ও মা দিল্লিতে কাজ করেন। তারপর বছর খানেক আগে সেখানেই কাজে যান নুজরুল। সেখানে কাজ ছেড়ে দিন পনেরো আগে ঢালাইয়ের কাজে হায়দরাবাদ আসে।

মঙ্গলবার সকালেই ছিল ঢালাইয়ের প্রথম কাজ। হঠাৎ মেশিন দেখতে গিয়েই মাথা ঢুকে যায় চলমান ঢালাই মেশিনে। সহকর্মীরা মেশিন বন্ধ করে তাঁকে উদ্ধার করেন। ততক্ষণে মৃত্যু হয় যুবক নুজরুল মিঞার। ওই ঘটনার খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামের বাড়ির সদস্যরা। প্রশ্ন উঠছে, একটা ঢালাই মেশিনে কীভাবে কারোর মাথা ঢুকে যেতে পারে? পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

কিছুদিন আগেই মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তিনি কেরলে কাজে গিয়েছিলেন। কেরলে এরনাকুলাম জেলার ই সি কলেজের কাছে ঘরভাড়া করে থাকতেন তিনি। এর আগেও তিনি কেরলে একাধিকবার কাজে গিয়েছিলেন। বর্তমানে সেখানে তিনি গাড়ি আনলোডের কাজ করতেন। সেখানেই প্রচণ্ড গরমে মৃত্যু হয় তাঁর। ওই মাসেই ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় মালদার আরও এক শ্রমিকের।

Next Article