মুর্শিদাবাদ: এলাকাবাসী জানত বিড়ির গোডাউন হিসাবে। কিন্তু তার ভিতরে যে এইসব কাণ্ড ঘটত কে বুঝবে? অভিযোগ, বিড়ির গোডাউনের আড়ালে চলত রমরমিয়ে জুয়ার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সেই গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা সহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যে নাগাদ। সামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার ওই গোডাউন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। বিপুল সংখ্যক ফোর্স নিয়ে সেখানেই পৌঁছন পুলিশ আধিকারিকরা। বাজেয়াপ্ত হয় ৬ লক্ষ ৮৯ হাজার টাকা। একই সঙ্গে পুলিশ উদ্ধার করেছে ১১টি বাইক ও ২৫টি মোবাইল ফোন। আজ সকালে অভিযুক্তদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ।
তবে এই ঘটনায় ওই গোডাউনের মালিক আহাসান আলিকে এখনও খুঁজে পায়নি পুলিশ। তিনি পলাতক। পুলিশ সূত্রে খবর,আহাসান আলির বিড়ির ফ্যাক্টরির আড়ালেই চলতো জুয়ার কারবার।