Murshidabad: লাখ-লাখ টাকার সোনার বিস্কুট সহ মিলন শেখকে ধরল পুলিশ

Murshidabad: তখনই এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান পুলিশ। তারপর তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ই তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট।

Murshidabad: লাখ-লাখ টাকার সোনার বিস্কুট সহ মিলন শেখকে ধরল পুলিশ
সোনার বিস্কুটImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2025 | 6:38 PM

মুর্শিদাবাদ: এক-দুটি নয়, প্রায় লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার হল। হাত বদলের আগেই তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার সোনার বিস্কুট উদ্ধার। ধৃতের নাম মিলন শেখ। বাড়ি চরকাকমারি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গীর দিক থেকে সোনার বিস্কুটগুলি নিয়ে যাচ্ছিলেন লালগোলার দিকে। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় নাকাতলা তল্লাশি চালায়।

তখনই এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান পুলিশ। তারপর তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ই তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। যার ওজন প্রায় ৫২৩ গ্রাম। তারপরে তাঁকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। আজ অভিযুক্তের নামে একটি মামলা দায়ের হয়। সাত দিনের মধ্যে তাকে হেফাজতে চেয়ে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিশ। কোথা থেকে নিয়ে আসছিল এই সোনার বিস্কুট এবং কে বা কারা এর সঙ্গে জড়িত আছে, তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।