Murshidabad: পোলট্রি ফার্মের ভিতরে মুরগি নেই, কিন্তু যা বেরল তাতে চোখ কপালে ওঠার জোগাড়

Murshidabad: গোটাপুলিশ ঘটনাস্থলে এসে ঘিরে রেখেছে পুলিশ। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তা বলতে পারছে না কেউ। তবে ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে বলে জানান।

Murshidabad: পোলট্রি ফার্মের ভিতরে মুরগি নেই, কিন্তু যা বেরল তাতে চোখ কপালে ওঠার জোগাড়
মুর্শিদাবাদে পোলট্রি ফার্ম থেকে কী মিললImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2025 | 4:03 PM

মুর্শিদাবাদ: একটি মুরগির ফার্ম। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেটি। এবার সেখান থেকেই উদ্ধার হল দুই ব্যাগ ভর্তি বোমা। সেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে রানিনগরের ডেপুটিপাড়া এলাকার।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় বারোটা নাগাদ মুকুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে অবস্থিতি একটি পরিত্যক্ত পোলট্রি ফার্ম থেকে পুলিশ দু’টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, রাত্রি প্রায় বারোটা নাগাদ রানিনগর থানার পুলিশ এসে মুকুলের বাড়ির পিছন থেকে এই বোমা উদ্ধার হয়। পুলিশ আধিকারিকরা পরিবারের সদস্যদের বোমা রাখার বিষয়ে জিজ্ঞাসা করেন। তবে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, এই বোমা রাখার বিষয়ে কোনও কিছুই জানেন না।

গোটাপুলিশ ঘটনাস্থলে এসে ঘিরে রেখেছে পুলিশ। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তা বলতে পারছে না কেউ। তবে ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে বলে জানান। বোমাগুলি নিষ্কৃয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। এই বিষয়ে মুকুলের স্ত্রী বলেন, “আমরা জানতামই না কিছু। ছাগলের বাচ্চা হয়েছে। সেটা দেখতেই রাতের বেলা বেরিয়েছিলাম। তখন দেখছি এখানে দুজন সিভিক দাঁড়িয়ে। আমরা প্রথমে বুঝতে পারিনি। সেই সময় সিভিককে জিজ্ঞাসা করি কী হয়েছে। ওরা বলে চলে যেতে। পরে বারবার জিজ্ঞাসা করতেই বলে এখানে বোমা পাওয়া গেছে। আমরা বললাম এটা বাড়ি। এখানে সকেট পাওয়া যাবে কী করে? তারপর পুলিশ চলে যায় সেখান থেকে।”