Murshidabad: Social Media-য় হাজারের বেশি ফেক অ্যাকাউন্ট, জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় বাংলাদেশি যোগ

Murshidabad: হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজনৈতিক মহল। বামেরা দাবি করেছে মৃত হরগোবিন্দ ও চন্দন তাঁদের কর্মী। সোমবার তাঁদের সঙ্গে দেখাও করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Murshidabad: Social Media-য় হাজারের বেশি ফেক অ্যাকাউন্ট, জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় বাংলাদেশি যোগ
জাফরাবাদের ঘটনায় বাংলাদেশ যোগ?Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 15, 2025 | 11:53 PM

ধুলিয়ান: মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশ যোগ নিয়ে আগেই সন্দেহ হয়েছিল। এবার কিছুটা হলেও তাতেই পড়েছে শিলমোহর। ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। নাম দিলদার নাদাব। এর আগে গ্রেফতার হয়েছিলেন কালু নাদাব।

হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে রাজনৈতিক মহল। বামেরা দাবি করেছে মৃত হরগোবিন্দ ও চন্দন তাঁদের কর্মী। সোমবার তাঁদের সঙ্গে দেখাও করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ঘটনায় ইতিমধ্যেই  সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। এরই মধ্যে জানা গিয়েছে ঘটনায় গ্রেফতার হয়েছে দুজন।

পুলিশ সূত্রে খবর, একজন কালু নাদাব ও অপরজন দিলদার নাদাব। অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। এদের বাড়ি জাফরাবাদের পাশের গ্রাম ডিগরী এলাকায়। কালু নাদাবকে বীরভূমে মুরারই থানার ও দিলদার নাদাবকে সুতি থানার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষছিল। শুধু তাই নয়, অশান্তি আরও বৃদ্ধি করতে সোশ্যাল মিডিয়ায় তারা হাজারের বেশি ফেক আইডি খুলেছিল। ইতিমধ্যেই পুলিশ ধৃত জঙ্গীপুর মহকুমা আদালতে পেশ করেছে। বিচারক দু’জনের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন।