Road Accident: রাস্তায় পড়ে ছটফট করছে সাতজন, চারপাশে রক্তের ছিটে! হঠাৎই নড়াচড়া বন্ধ ছোট্ট ছেলেটির…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 01, 2022 | 12:02 AM

Murshidabad: সূত্রের খবর, বিষ্ণুপুর থেকে টোটোতে একই পরিবারের সাতজন দোহালি যাচ্ছিলেন। পথে মণিগ্রামে সাগরদিঘি থেকে মণিগ্রামগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারে।

Road Accident: রাস্তায় পড়ে ছটফট করছে সাতজন, চারপাশে রক্তের ছিটে! হঠাৎই নড়াচড়া বন্ধ ছোট্ট ছেলেটির...
নিহতের আত্মীয় প্রণব মণ্ডল। নিজস্ব চিত্র।

Follow Us

মুর্শিদাবাদ: টোটোর সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষ। ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। আহত হয়েছেন তার পরিবারের ছয় সদস্য। সোমবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে সাগরদিঘির মণিগ্রামে। নিহত ওই নাবালকের নাম চয়ন মণ্ডল (৯)। সূত্রের খবর, বিষ্ণুপুর থেকে টোটোতে একই পরিবারের সাতজন দোহালি যাচ্ছিলেন। পথে মণিগ্রামে সাগরদিঘি থেকে মণিগ্রামগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারে। ছিটকে পড়েন সকলে। সবথেকে বেশি আহত হয় চয়ন। সকলকেই উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চয়ন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের আরও ছয় সদস্যকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চয়ন মণ্ডলের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। তবে এই দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যান।

নিহতের আত্মীয় প্রণব মণ্ডলের কথায়, “বিকেল পাঁচটা নাগাদ মণিগ্রাম থেকে সাগরদিঘির দিকে একটি ট্রাক যাচ্ছিল। হঠাৎ টোটোটাকে সামনে থেকে এসে মেরে দেয়। আমার ভাইপো ভাইঝি বউদি আমাদের গ্রামের লোকজন টোটোটায় ছিল। মণিগ্রাম রেলগেটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আমার ভাইপোটা সঙ্গে সঙ্গে ওখানেই মারে গিয়েছে। ও একেবারেই বাচ্চা। ন’ কী সাড়ে ন’ বছর বয়স। বাকিরা হাসপাতালে ভর্তি।” স্থানীয়রা জানান, গতি বাড়িয়ে গাড়িগুলি যেভাবে চলাচল করে তাতে টোটো, সাইকেল নিয়ে যাঁরা যান তাঁদের যাতায়াত প্রাণ হাতে করেই চলে। অন্যদিকে অটো, টোটোতে ইচ্ছামতো যাত্রী তোলা হয়। দু’পক্ষেরই গাফিলতির ফলে প্রাণ যায় মানুষের।

কিছুদিন আগে মুর্শিদাবাদেরই জঙ্গিপুরে এরকমই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ১১ জন যাত্রী নিয়ে উল্টে যায় একটি অটো। মৃত্যু হয় দু’জনের। চার-পাঁচ জন গুরুতর জখম হন। আহতদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সুতির ৩৪ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। এলাকার লোকজন অভিযোগ তুলেছিলেন, বেশি সংখ্যক যাত্রী নিয়ে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল অটোটি। রাস্তায় খানাখন্দ ছিল। যাত্রীর ভারে একদিকে হেলে গিয়েছিল অটো। ওই অবস্থাতেই ঝড়ের গতিতে এগোচ্ছিলেন চালক। উল্টো দিক থেকে একটি গাড়ি চলে আসায় পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি। প্রায় প্রত্যেক যাত্রীই অটোর নীচে চাপা পড়ে যান।

আরও পড়ুন: Covid Restriction: আজই সংক্রমণে নতুন রেকর্ড বাংলার, নবান্ন থেকে জারি হল বিধিনিষেধের নয়া নির্দেশিকা

আরও পড়ুন: Municipal Elections 2022: মঙ্গলবার পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের! কতগুলো বুথে আবারও ভোট, চমকে দেবে সংখ্যা

Next Article