
মুর্শিদাবাদ: কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আক্রান্ত দুই। ফের বোমাবাজিতে আক্রান্ত শৈশব। ঘটনাস্থল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। বুধবার সকালে তিনপাকুড়িয়া দেবীদাসপুর গ্রামে হঠাৎ করে এলাকার এক কোচিং সেন্টারের সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল। অভিযোগ, বেশ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনেই বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টার থাকা দুই কিশোর কিশোরী আক্রান্ত হয়। বোমার স্প্লিন্টার ছিটকে এসে গায়ে লাগে তাদের।
এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচিং সেন্টার শিক্ষকের অভিযোগ, কোচিংয়ের পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল, সেখানেই ভাঙচুর চলে। তারপরে হঠাৎ করে একদল দুষ্কৃতী গিয়ে কোচিং সেন্টার বোমা ছোড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিশ।
গত কয়েক সপ্তাহে মারাত্মকভাবে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। একাধিক বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর, লুঠপাঠ। ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন চলছিল, তা বিধ্বংসী আকার নেয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধূলিয়ান, সুতি-সহ একাধিক এলাকায়। মোতায়েন করা হয়ে কেন্দ্রীয় বাহিনী। তারপর থেকে পরিস্থিতি ছিল থমথমে। তারই মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।