Murshidabad: মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি শুভেন্দুর, পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক

Wakaf Law: এ দিন শুভেন্দু অধিকারী নিজের এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন, ২০১৯-২০২০ সালে সিএএ বিরুদ্ধে প্রতিবাদের সময়ও সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বিক্ষোভকারীরা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল মঙ্গলবার।

Murshidabad: মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি শুভেন্দুর, পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারীImage Credit source: Facebook

Apr 09, 2025 | 12:01 AM

জঙ্গিপুর: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। যার জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশের গাড়ি ভাঙচুর। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে আধা সেনা নামানোর দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে, জঙ্গিপুরের খবর কানে যেতেই বিধায়ক জাকির হোসেনকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও, রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি আয়ত্তে এসেছে।

এ দিন শুভেন্দু অধিকারী নিজের এক্স-হ্যান্ডেলে জানিয়েছেন, ২০১৯-২০২০ সালে সিএএ বিরুদ্ধে প্রতিবাদের সময়ও সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন বিক্ষোভকারীরা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল মঙ্গলবার। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপরই শুভেন্দু লিখেছেন, “আমি মুখ্য সচিব এবং মুর্শিদাবাদের জেলাশাসককে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ পুলিশ স্পষ্টতই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে অক্ষম বলে মনে হচ্ছে।” প্রসঙ্গত এ দিন, নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। লাগাতার চলে ইট বৃষ্টি। পাল্টা বিক্ষোভকারীদের থামাতে পুলিশকে ছুড়তে হয় কাঁদানে গ্যাসের সেল। এই নিয়েই এ দিন পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

অপরদিকে, এলাকার বিধায়ক জাকির হোসেন বলেন, “দিদিও শান্তি বার্তা দিয়েছেন। আমিও শান্তির বার্তা দিতে চাই।”