Murshidabad: ‘কেন করছিস এমন…’, মায়ের গলায় শুধু এটুকুই শুনেছিলেন পড়শিরা, রাতে ঘরের আলো বন্ধ, গোঙানি শুনে ঘরে ঢুকে যা দেখলেন…

Murshidabad: মায়ের কাছ থেকে একটি জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল অভিযুক্ত ছেলে মংলু শেখ। বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে এবং ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এর মধ্যেই আবার আবাস যোজনার টাকা পান মা আরমানি বিবি।

Murshidabad: কেন করছিস এমন..., মায়ের গলায় শুধু এটুকুই শুনেছিলেন পড়শিরা, রাতে ঘরের আলো বন্ধ, গোঙানি শুনে ঘরে ঢুকে যা দেখলেন...
খুনের অভিযোগ!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 06, 2025 | 12:16 PM

মুর্শিদাবাদ: রাতের খাওয়াদাওয়া সেরে সবেমাত্র শুতে যাচ্ছিলেন। পড়শিদের ঘরের আলোও নিভে গিয়েছিল। হঠাৎই আর্তনাদ… ছেলেকে বলছিলেন মা, ‘কেন এমনটা করছিস!’ তারপরই গোঙানির শব্দ। পরিস্থিতি বুঝে দেখতে আসেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে ছেলে পালিয়েছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন বৃদ্ধ।  মাকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম আরমানি বিবি(৭০)।
মাকে খুন করার পরেই পলাতক রয়েছে অভিযুক্ত একমাত্র ছেলে মংলু শেখ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মায়ের কাছ থেকে একটি জমি লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিল অভিযুক্ত ছেলে মংলু শেখ। বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে এবং ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এর মধ্যেই আবার আবাস যোজনার টাকা পান মা আরমানি বিবি। সে টাকাটাও নিজের কাছে রেখে দেন অভিযুক্ত মংলু। এক পর্যায়ে বাড়ির অন্য সামগ্রীও মায়ের কাছ থেকে নিজের নামে লিখে নিতে চেয়েছিলেন ছেলে। কিন্তু মা শুধু ছেলেকে না দিয়ে এক মেয়েকে কিছুটা জমি লিখে দেন। তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলের।

শনিবার খাওয়া দাওয়া সম্পন্ন করে রাত দশটা নাগাদ নিজের বাড়িতেই ঘুমিয়ে পড়ে মা আরমানি বিবি। অভিযোগ, তখনই হঠাৎ করে বাইরে থেকে এসে ঘুমিয়ে থাকা অবস্থায় মাকে ইট দিয়ে থেঁতলে খুন করে ছেলে মংলু। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের অন্য সদস্যরা এবং আশেপাশের লোকজন তাকে মহেশাইল হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিত্সকরা আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন। মাকে খুন করার পরেই সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত ছেলে। ইতিমধ্যেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত ছেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ।

ঘুমিয়ে থাকা অবস্থায় গর্ভধারিনী মাকে এভাবে খুন করায় অভিযুক্ত ছেলেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।