মুর্শিদাবাদ: লাল গেঞ্জিতে বুকে সাঁটানো দুই ছবি। সেপ্টিপিন দিয়ে লাগানো ছিল ছবিদুটো। তাতে মেয়েটি ‘কমন’, পাশে থাকা দুই পুরুষ আলাদা। গলায় তারের ফাঁস লাগিয়ে আমগাছের সঙ্গে ঝুলছিল যুবকের দেহটি। মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের ভগবানগোলায়। মৃত যুবকের নাম সেলিম শেখ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন পরিবারের অভিযোগ।
হাবাসপুর খাসমহল এলাকায় সেলিম শেখের বাড়ি। কয়েক বছর আগে এলাকারই বাসিন্দা দিলরুবার সঙ্গে বিয়ে হয় তাঁর। প্রতিবেশীরা জানাচ্ছেন, স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি হত। আসলে দিলরুবার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেলিম বাড়ি থেকে বেরিয়ে গেলেই ঘরে ঢুকতেন অন্য পুরুষ। বিষয়টি জানতে পেরেছিলেন সেলিম।
একাধিকবার বিষয়টি নিয়ে স্ত্রীকে বুঝিয়েছিলেন সেলিম। অভিযোগ, দিলরুবা অত্যন্ত উৎশৃঙ্খল জীবনযাপন করতেন। সেটা মেনে নিতে পারছিলেন না সেলিম।
প্রতিবেশীদের অনুমান, অনেক আগে থেকেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন সেলিম। সেই কারণে স্ত্রীদের প্রেমিকদের ছবি প্রিন্টআউট করে বার করেছিলেন। নীচে লেখা রয়েছে দুটি নম্বরও। এই সবই জোগাড় করে নিজের সঙ্গে রেখেছিলেন সেলিম। সেক্ষেত্রে অনুমান, নিজে চরম সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রমাণ জোগাড় করে রেখেছিলেন তিনি।
বুধবার সকালে গ্রামেরই রাস্তার ধারে আমগাছ থেকে সেলিমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ছবিগুলো নিজের গেঞ্জির সঙ্গে আটকে রেখেছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন মৃত সেলিম শেখের স্ত্রীর ওপরে চড়াও হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।