
মুর্শিদাবাদ: বয়স মাত্র বারো। কৈশোর কাটেনি। বিভিন্ন ধরনের খেলনা গাড়ি নিয়ে সর্বক্ষণ খেলা চলছে। শুধু খেলা নয়, খেলনা গাড়ি বানাতেও শিখে গিয়েছিল ছেলেটা। কিন্তু তা যে এভাবে কাল হয়ে যাবে পরিবারের লোকজন বোঝেনি। মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়।
ইউটিউব দেখে ইলেকট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। স্বপ্ন ছিল ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে সে। আর সেই স্বপ্ন পূরণের জন্যই শনিবার দুপুরে নিজের ঘরেই খেলনা গাড়ি বানাতে শুরু করে। তখনই বিদ্যুৎস্পষ্ট হয় বারো বছরের বিপ্লব হালদার।
পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান,হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিপ্লবের। এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা-মা। খবর পেয়ে ডোমকল থানার পুলিশও হাসপাতালে পৌঁছে যায়।
মৃতের মা বলেন, “ইউটিউব দেখে খেলনা বানানো শিখত। জলের ড্রামের ঢাকনা দিয়ে খেলনা বানানো শিখত। লম্ফ-আঠা নিয়ে খেলা করত। ওইসব নিয়েই থাকত। কখন থেকে বলছি বাবা স্নান কর। আমায় বলল এইটুকু করে নিয়েই যাচ্ছি মা। আমার কথা যদি একটু শুনত এত বড় বিপদ হতো না। শেষ হয়ে গেল ছেলেটা।”