Murshidabad: স্কুলে ঢুকে শিক্ষিকাকে ‘হেনস্থা’ টিচার ইন চার্জের স্ত্রীর! কারণ জানেন?

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 03, 2024 | 5:01 PM

Murshidabad: এই অভিযোগ তুলে প্রতিবাদ করেন ওই শিক্ষিকা। আর তার প্রেক্ষিতেই বুধবার স্কুল শুরু হতেই ক্লাসে ঢুকে পড়েন ইনচার্জের স্ত্রী।   স্কুল শিক্ষিকা প্রতিবাদ করায় পায়ের জুতো খুলে ইনচার্জ মারতে যান বলেও অভিযোগ।

Murshidabad: স্কুলে ঢুকে শিক্ষিকাকে হেনস্থা টিচার ইন চার্জের স্ত্রীর! কারণ জানেন?
স্কুলে শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের স্ত্রীর বিরুদ্ধে‌। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুসুরিপাড়া প্রাইমারি বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগে স্কুলের মিডডে মিলের খাবার সঠিক ভাবে দেওয়া হচ্ছে না। অভিভাবকদের তরফে সেরকম অভিযোগ উঠেছে।  স্কুলের শিক্ষিকা মার্গারেট হাঁসদাও অভিভাবকদের সেই প্রতিবাদে সামিল হন। তিনি অভিযোগ করেন,  টিআইসি বিষ্ণুপদ হালদার স্কুলের মিড ডে মিল নিয়ে দুর্নীতি করেছে।

এই অভিযোগ তুলে প্রতিবাদ করেন ওই শিক্ষিকা। আর তার প্রেক্ষিতেই বুধবার স্কুল শুরু হতেই ক্লাসে ঢুকে পড়েন ইনচার্জের স্ত্রী।   স্কুল শিক্ষিকা প্রতিবাদ করায় পায়ের জুতো খুলে ইনচার্জ মারতে যান বলেও অভিযোগ। তাঁর স্ত্রীকে নিয়ে এদিন স্কুলে যান ইনচার্জ। এবং স্কুলের শিক্ষিকাকে মিড ডে মিলের রান্নার ঘরে প্রবেশ করতে দেন না বলে অভিযোগ।

খবর ছড়িয়ে পড়তেই এদিন স্কুলে চলে যান অভিভাবকরা। সামশেরগঞ্জের এসআই হোসনেয়ারা খাতুন এবং সামশেরগঞ্জ থানার পুলিশ দীর্ঘক্ষন কথা বলে স্কুলের সমস্যা মেটানোর চেষ্টা করেন। স্থানীয় মানুষদের দাবি, আবিলম্বে এই স্কুলের টিআইসিকে বদলি করতে হবে। যদিও স্কুল পরিদর্শনে এলেও স্কুলের সমস্যা নিয়ে ক্যামেরার সামনে কোনও কিছুই বলতে চাননি এসআই হোসনেয়ারা খাতুন।
আক্রান্ত শিক্ষিকার বক্তব্য, “আমি রান্নাঘরের দিকে দেখতে গিয়েছিলাম যে সঠিক মেনু অনুযায়ী রান্না হচ্ছে কিনা। তখন দেখছি টিআইসি-র স্ত্রী এখানে। আমাকে ঠেলে ঠেলে সরালেন ওঁ।” যদিও অভিযুক্ত টিআইসি-র বক্তব্য, “স্কুলের তেল ডাল নিয়ে যান ওঁ। চাবি ওর কাছেই থাকে। আমার স্ত্রী কিছুই করেনি। কোনও নির্দেশ দেয়নি।”

Next Article