Murshidabad: ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার তিন

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2024 | 2:47 PM

 Murshidabad: গত ৯ জুন রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সনাতন ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, চোঁয়া থেকে বাড়ি ফেরার পথে গজনিপুর এলাকায় রাস্তার ধারে খুব কাছ থেকে পরপর পাঁচ রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা।

Murshidabad: ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার তিন
মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৩
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:  তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার তিন। হরিহরপাড়ার তৃণমূল কর্মী সনাতন ঘোষ খুনের ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হরিহরপাড়ায় তল্লাশি চালান তদন্তকারীরা। প্রতাপপুর এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম উৎপল ঘোষ, সিধান ঘোষ ও ন’কড়ি ঘোষ। প্রত্যেকের বাড়ি হরিহরপাড়া থানার পাড়াগ্রাম এলাকায়।

গত ৯ জুন রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সনাতন ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। অভিযোগ, চোঁয়া থেকে বাড়ি ফেরার পথে গজনিপুর এলাকায় রাস্তার ধারে খুব কাছ থেকে পরপর পাঁচ রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সনাতনের। খুনের ঘটনায় মোট ১২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্ত নেমে বুধবার রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয়।তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার তিন।প্রসঙ্গত, ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ ওঠে। রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার খবর মেলে। কিন্তু হরিহরপাড়ায় শাসকদলের কর্মীকেই খুনের অভিযোগ ওঠে।

Next Article