Jiban Krishna Saha: জেল থেকে বাড়ি ফিরতেই আরও বড় অভিযোগ এল TMC-র জীবনকৃষ্ণের বিরুদ্ধে, বিধায়ক বললেন…

Murshidabad: মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলগ্ৰামের যুবক মহম্মদ সালাউদ্দিন শেখ। তাঁর অভিযোগ, ২০২২ সালে তাঁকে একটি বালির ঘাট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই মর্মে ১ লক্ষ ২০ হাজার টাকাও নেন জীবন।

Jiban Krishna Saha: জেল থেকে বাড়ি ফিরতেই আরও বড় অভিযোগ এল TMC-র জীবনকৃষ্ণের  বিরুদ্ধে, বিধায়ক বললেন...
জীবনকৃষ্ণ সাহাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 07, 2024 | 5:23 PM

বড়ঞা (মুর্শিদাবাদ): নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘ কয়েক বছর জেলে কাটানোর পর ফিরে এসেছেন তিনি। কিন্তু তারপরও দুর্নীতি ইস্যু যেন পিছু ছাড়ছে না জীবনের জীবন থেকে। এবার বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের।

মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলগ্ৰামের যুবক মহম্মদ সালাউদ্দিন শেখ। তাঁর অভিযোগ, ২০২২ সালে তাঁকে একটি বালির ঘাট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই মর্মে ১ লক্ষ ২০ হাজার টাকাও নেন জীবন। পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিধায়ক জেলে থাকায় সেই কাজ করতে পারেনি তৃণমূল বিধায়ক। বর্তমান জেল থেকে জামিনে বাড়ি ফিরেও ওই টাকা প্রতিবন্ধী এই যুবককে ফেরত দিচ্ছেন না বলে দাবি সালাউদ্দিনের।

এরপর শনিবার বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিজের টাকা ফেরতের জন্য আইনের দ্বারস্থ হয়েছে ওই মহম্মদ সালাউদ্দিন। যদিও, এই ঘটনাই রাজনৈতিক চক্রান্ত রয়েছে ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তৃণমূল বিধায়কের। জীবন বলেন, “২০২২ সালের ঘটনা শুনছি। তবে এই রকম কিছুই হয়নি। আমি বরাবরই বেআইনি বালিঘাটের  বিরুদ্ধে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বেআইনি বালিঘাটের বিষয় প্রতিটি জেলার অফিসারদের দেখার নির্দেশ দিয়েছে। আমি এই ধরনের টাকার লেনদেনের পক্ষে নেই। এটা একটা রাজনৈতিক চক্রান্ত।”