Murshidabad: কাটমানি দিয়েও মেলেনি ঘর, টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার রঘুনাথগঞ্জের তৃণমূল নেতা

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 01, 2024 | 5:21 PM

Murshidabad: শনিবার সন্ধ্যার ঘটনা।  আবাস তালিকায় নাম তোলার জন্য অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন কালু শেখ নামে এক ব্যক্তি।  কিন্তু তালিকা যখন বেরোয়, তখন দেখা যায়, কালু শেখের নাম নেই।

Murshidabad: কাটমানি দিয়েও মেলেনি ঘর, টাকা ফেরত চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার রঘুনাথগঞ্জের  তৃণমূল নেতা
পিটিয়ে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: আবাসের কাটমানির টাকা ফেরত চেয়েছিলেন। আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল নেতা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। মিঠিপুরের অভিযুক্ত তৃণমূল নেতা মিঠু শেখকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। TV9 বাংলার খবরের জের। লাগাতর খবরে চাপের মুখে অবশেষে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা।

শনিবার সন্ধ্যার ঘটনা।  আবাস তালিকায় নাম তোলার জন্য অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন কালু শেখ নামে এক ব্যক্তি।  কিন্তু তালিকা যখন বেরোয়, তখন দেখা যায়, কালু শেখের নাম নেই। এরপর সেই তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কালু। অভিযোগ, তখনই তাঁদের বেধড়ক মারধর করা হয়।

ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। কালু শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ। বাম-কংগ্রেস টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে।  কিন্তু তারপরও  গ্রেফতার করা হচ্ছিল না। TV9 বাংলার খবরের জেরে অবশেষে গ্রেফতার অভিযুক্ত মিঠু শেখ।

মৃতের স্ত্রীর দাবি, “মিঠু প্রত্যেকের কাছ থেকে একইরকম ভাবে ২ হাজার টাকা করে নিয়েছে। ওই পয়সা ওরই পকেটে ঢুকেছে। আমার ঘরের লোকটা তো চলে গেল। বিডিও-কে আমি বলব। ”


ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “আমাদের নেত্রী কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার টাকা পাননি। এখানে স্বার্থান্বেষী মানুষ টাকা তুলছেন, প্রতিবাদ করতে গিয়েই খুন হয়েছেন। যে ঘটনায় যুক্ত, তার কঠোর শাস্তি চাই।”

Next Article