Murshidabad: চিকিৎসককে মারধর-হেনস্থা, গ্রেফতার ২ জন

Murshidabad: পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সোহেল রানা (২০) ও শাহজামান শেখ(৩১)। উভয়ই নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দা‌। জানা গিয়েছে, সেলিম শেখ নামে এক ব্যক্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

Murshidabad: চিকিৎসককে মারধর-হেনস্থা, গ্রেফতার ২ জন
মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুই Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2025 | 3:06 PM

মুর্শিদাবাদ: চিকিৎসককে হুমকি। শুধু তাই নয় তাঁর সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার দুই। ধৃতদের নাম সোহেল রানা (২০)ও সাহাজামান শেখ(৩১)। জানা গিয়েছে, অভিযুক্তরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের হুমকি দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সোহেল রানা (২০) ও শাহজামান শেখ(৩১)। উভয়ই নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দা‌। জানা গিয়েছে, সেলিম শেখ নামে এক ব্যক্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল রোগীর দুই আত্মীয় (সোহেল ও শাহজামান) চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কর্তব্যরত চিকিৎসকদের উপর শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টাও করেন বলেও অভিযোগ।

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয়কে হাতেনাতে ধরে ফেলে ও গ্রেফতার করে। জুনিয়র চিকিৎসক সাগর বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতর করেছে পুলিশ। দু’জনকেই বহরমপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, আরজি কর আন্দোলনের সময়ও চিকিৎসকরা আন্দেলনে নেমেছিলেন। সেই সময় তাঁরা বারবার অভিযোগ করেছিলেন চিকিৎসকদের হেনস্থার। তারপর দেখা যায় একাধিক হাসপাতালে ডাক্তারদের হেনস্থার ঘটনা ঘটছে।