
সামশেরগঞ্জ: ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, বোমা ফেটে গুরুতর জখম হয়েছে দুই কিশোর। বর্তমানে তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ সামশেরগঞ্জ থানার অন্তর্গত চশকাপুর এলাকায় বোমা ফেটে আহত হয় দুই কিশোর। জানা গিয়েছে, বিকেলে চশকাপুর এলাকায় একটি বাগানে খেলা করছিল তারা। সেই সময় বাগানের মজুত ছিল বোমা। স্থানীয় সূত্রে খবর, অজান্তে সেই জায়গায় পা দিয়ে ফেলে দুই কিশোর। তারপরই ঘটে যায় বিস্ফোরণ।তখনই আহত হয় তারা।
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের একাধিক জেলা। সুতি-জঙ্গীপুরের মতো বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। ধীরে-ধীরে শান্ত হয় মুর্শিদাবাদের পরিস্থিতি। তারপর আচমকা সামশেরগঞ্জে ফাটে বোমা। জখম হয় দুই নাবালক। এলাকাবাসীর দাবি করেছিলেন, খেলতে গিয়ে মজুত হওয়া বোমা ফেটে গিয়েছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত নাবালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ফের একবার বোমা বিস্ফোরণ হল সেখানে।