Murshidabad: ভোট পরবর্তী হিংসা. জোট সমর্থকের জমির ফসল নষ্টের অভিযোগ

Murshidabad: জমসেদ আলি নামের এক চাষির ৮ থেকে ১০ কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযুক্ত ওই চাষির দাবি, শুধুমাত্র তিনি বাম কংগ্রেস করার কারণেই রাতের অন্ধকারে চাষের ফসল নষ্ট করে দিল তৃণমূল।

Murshidabad: ভোট পরবর্তী হিংসা. জোট সমর্থকের জমির ফসল নষ্টের অভিযোগ
ফসল নষ্টের অভিযোগ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 26, 2024 | 4:08 PM

মুর্শিদাবাদ:  ভোট পরবর্তী হিংসা ডোমকলে। রাতে জোট সমর্থকের জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মাঠ এলাকায়।

জমসেদ আলি নামের এক চাষির ৮ থেকে ১০ কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযুক্ত ওই চাষির দাবি, শুধুমাত্র তিনি বাম কংগ্রেস করার কারণেই রাতের অন্ধকারে চাষের ফসল নষ্ট করে দিল তৃণমূল। ভোটের আগে থেকেই ওই এলাকায় অশান্তি চলছিল। এলাকায় ভয় ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছিল। ভোটেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে।

তবে এই বিষয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান এর রেন্টু মণ্ডল বলেন, “আমাদের দলের কেউ এইরকম কাজ করে না। পুরনো আমলের সিপিআইএম করতো।  শুধুমাত্র তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়ার কারণে নিজেদের জমি নিজেরাই নষ্ট করে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করছে।” এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পটল চাষি জমসেদ আলি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।