Murshidabad: ডোমকলে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Murshidabad: একটি সম্পূর্ণ হওয়া রাইফেল, তিন রাউন্ড গুলি, সম্পূর্ণ হওয়া পাইপ গান, চারটি ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়াও অসম্পূর্ণ হওয়া ১২ পিস বন্দুক, একটি কার্তুজও পাওয়া গিয়েছে।

Murshidabad: ডোমকলে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
অস্ত্র উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2025 | 3:33 PM

মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও জাল নোট।  মুর্শিদাবাদের ডোমকলে ওই কারখানার হদিশ মিলেছে।

পুলিশ জানিয়েছে,  একটি সম্পূর্ণ হওয়া রাইফেল, তিন রাউন্ড গুলি, সম্পূর্ণ হওয়া পাইপ গান, চারটি ও ৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়াও অসম্পূর্ণ হওয়া ১২ পিস বন্দুক, একটি কার্তুজও পাওয়া গিয়েছে। এছাড়াও বিস্ফোরক তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ, দু পিস নর্মাল পাইপ, পাঁচ পিস ড্রিল মেশিন, ১ পিস কাটিং মেশিন, ১ পিস এয়ার ব্লোয়ার, একপিস ডাইস, ২ টো মেটাল সিট বড় এক পিস সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল থানার গড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখানে থেকে প্রচুর পরিমাণে এই আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এবং সে কারণে ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিরাজ মণ্ডল নামে একজনকে।

নিত্য মুর্শিদাবাদে নিত্য বোমাবাজির অভিযোগ ওঠে। বোমা উদ্ধার হয়। জেলার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে ডোমকলে আবারও অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল।