
মুর্শিদাবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল! টানটান উত্তেজনা। টিভিতে খেলা চালিয়ে রেখেছিল সতেরো বছরের ছেলেটা। কিন্তু সন্ধ্যা আবার বাড়ির লোকের কাছে বাংলার সিরিয়ালের প্রাইম টাইম! তাহলে টিভিতে কোন চ্যানেল চলবে? তা নিয়েই বাড়ির লোকের সঙ্গে কথা কাটাকাটি, সামান্য বচসা! শেষমেশ টিভিতে চলে বাংলা সিরিয়ালই। রিমোট বাড়ির লোকের হাতে দিয়ে ঘরে ঢুকে যায় ছেলেটা। বাড়ির লোক বিষয়টায় খুব একটা আমল দেননি। বাড়ির লোক যখন রাতের খাবার বেড়ে ছেলেকে ঘরে ডাকতে যান, তখন দরজা আর খুলছিল না সে! দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পায়ের তলার মাটি সরে যায় পরিবারের সদস্যদের। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ১৭ বছরের এক কিশোর। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জিয়াতকুন্ডু গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার। বুধবার কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে একসঙ্গে টিভি দেখছিল ওই কিশোর। দুই ভাই এক বোনের মধ্যে সকলের ছোট বিট্টু কর্মকার। রাতে টিভিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা দেখতে চেয়েছিল বিট্টু। কিন্তু পরিবারের লোকজন সেসময় একটি সিরিয়াল দেখছিলেন। ভারত অস্ট্রেলিয়ার খেলা দেখার জন্য বারবার অনুরোধ করেও কাজ না হওয়ায় এক পর্যায়ে পরিবারের লোকজনের সঙ্গে বিবাদ হয় বিট্টুর। ঠিক তারপরেই ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বিট্টু কর্মকার।
বেশ কিছুক্ষণ ধরে দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করতে শুরু করে। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করতে হয় তাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সামান্য বিষয়ে বিবাদে বাড়ির আদরের ছোট ছেলের আত্মহত্যার ঘটনায় শোকাচ্ছন্ন পরিবারের সদস্যরা।