Murshidabad: প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল! ‘৩৫ লাখের জন্য চাপ দিচ্ছিল’, স্ত্রীর সন্দেহ স্কুলের দিকেই

School Teacher Death: পরিবারের অভিযোগ স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এবং কিছু শিক্ষকের বিরুদ্ধে। অবৈধভাবে ৩৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করছিলেন। স্ত্রী বলছেন, “ম্যানেজিং কমিটি ২৫ লাখ টাকা চেয়েছিল। কিছু শিক্ষকও মানসিকভাবে নির্যাতন করেছিল।

Murshidabad: প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল! ‘৩৫ লাখের জন্য চাপ দিচ্ছিল’, স্ত্রীর সন্দেহ স্কুলের দিকেই
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 03, 2025 | 3:52 PM

রানিনগর: নিজের বাড়ি থেকেই স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদারে রানিনগরের মালিপাড়া এলাকায়। মৃতের নাম উজ্জ্বল সিংহ রায়। তিনি স্থানীয়  B.K.R.V বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। শোকের ছায়া পরিবারে। এদিন সকাল আটটা নাগাদ নিজের ঘরেই ওই শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। 

দ্রুত তাঁকে উদ্ধার করে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আর শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষকের পরিবারের সদস্য ও স্ত্রীর কথায় তৈরি হয়েছে নতুন চাপানউতোর। 

পরিবারের অভিযোগ স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এবং কিছু শিক্ষকের বিরুদ্ধে। অবৈধভাবে ৩৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করছিলেন। স্ত্রী বলছেন, “ম্যানেজিং কমিটি ২৫ লাখ টাকা চেয়েছিল। কিছু শিক্ষকও মানসিকভাবে নির্যাতন করেছিল। বলেছিল টাকা না দিলে বিভিন্ন কেসে ফাঁসিয়ে চোর প্রমাণ করে দেব। হেনস্থা করব।” মৃত্যুর খবরে বিতর্ক দানা বেঁধেছে স্কুলের অন্দরেও। স্কুলের কমিটি যদিও বলছে, বিপুল টাকার হিসাব মেলাতে পারছিলেন না ওই শিক্ষক। সে কারণেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে এর সঙ্গে মৃত্যুর সরাসরি কোনও যোগ রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।