
মুর্শিদাবাদ: এসআইআর-এর আবহে একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে। লুকিয়ে-লুকিয়ে সীমান্ত পেরতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়ছে অভিযুক্তরা। আর এই আবহের মধ্যেই এবার বড় সাফল্য পেল বিএসএফ (BSF)। এক বাংলাদেশিকে দিল যোগ্য জবাব। মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা এলাকায় গরু পাচার রুখে দিল তারা। গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম জিল্লুর রহমান। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়।
অভিযোগ,শনিবার জিল্লুর রহমান খান্দুয়া এলাকায় একটি গরু নিয়ে বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টা করছিল ওই অভিযুক্ত। আর তখনই বিএসএফ জওয়ানরা তাকে দেখে ফেলেন। এরপরই আটক করে তাকে। রবিবার ধৃত ওই বাংলাদেশিকে লালগোলা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে খবর, ধৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং গরু পাচারের চেষ্টার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রবিবার ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় পুলিশ।
তবে শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া থেকেও একই অভিযোগ উঠেছে। SIR আবহের মধ্যেই এক মহিলা সহ দশজন বাংলাদেশিকে সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সীমান্তে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে তাঁদের গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের আজ রানাঘাট মহাকুমার আদালতে তোলা হয়েছে। এই আবহের মধ্যে আবার নদিয়া থেকে গ্রেফতার বাংলাদেশি।