Durga Puja: অসুর পাকিস্তানের সেনাপ্রধান, সরস্বতীর হাতে খড়্গ, দুর্গার পদতলে পাক প্রধানমন্ত্রীর কাটা মুন্ডু
Durga Puja Pakistan Army Chief as Asur: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। পরিচয় জেনে নৃশংসভাবে হামলা চালানো হয়। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেয়।

মুর্শিদাবাদ: মা দুর্গার শাড়িতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা। শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুরের ছবিও। আর অসুর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মুর্শিদাবাদের চুনাখালি সর্বজনীন দুর্গাপূজায় নারীশক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সরস্বতীর হাতেও রয়েছে অস্ত্র।
চুনাখালি সর্বজনীন দুর্গাপুজো এবার ৪৮ তম বর্ষে পা দিল। এবার এখানে অসুরের ভূমিকায় পাকিস্তানের সেনাপ্রধান। আবার মা দুর্গার পদতলে কাটা মুন্ডু অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখানো হয়েছে। আশিম মুনিরের গলায় দড়ি দিয়ে বেঁধে টানছেন মা সরস্বতী। তাঁর হাতে রয়েছে খড়্গ। এখানে মা সরস্বতীকে নারী শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। অপারেশন সিঁদুরের সময় যে ভূমিকায় দেখা গিয়েছিল কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভামিকা সিংকে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। পরিচয় জেনে নৃশংসভাবে হামলা চালানো হয়। ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেয়। এই পুজো মণ্ডপে প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে অপারেশন সিঁদুর ও পহেলগাঁও হামলার সেই সমস্ত ছবি। এছাড়াও ভারতের জাতীয় পতাকা তুলছেন বিএসএফ জওয়ান ও সিদ্ধিদাতা গণেশ।
পূজা কমিটির সম্পাদক কাঞ্চন মণ্ডল বলেন, “প্রত্যেকবার আমরা মণ্ডপ বড় করার চেষ্টা করি। এবারও করেছি। বেনারসের বিশ্বনাথ মন্দির। এবার প্রতিমার ক্ষেত্রে আমরা নারীশক্তি থিমকে তুলে ধরার চেষ্টা করেছি। পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে মা দুর্গাকে যুদ্ধংদেহি রূপে দেখানো হয়েছে। এখানে সরস্বতীর হাতেও অস্ত্র রয়েছে। অসুর হিসেবে দেখানো হয়েছে পাকিস্তানের সেনাপ্রধানকে।”
