AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus-Shehbaz Sharif As Asur: মহিষাসুর নয়, এই পুজোয় দেবী দুর্গা বধ করছেন ইউনূসকে, হাতে ধরা শেহবাজের মুণ্ড

Durga Puja 2025: বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এবার ৮৩ তম বর্ষ। এবারের দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আদলে তৈরি করা হয়েছে অসুর। দেবী দুর্গার হাতে যে মুন্ডমালা তৈরি করা হয়েছে, সেটা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Muhammad Yunus-Shehbaz Sharif As Asur: মহিষাসুর নয়, এই পুজোয় দেবী দুর্গা বধ করছেন ইউনূসকে, হাতে ধরা শেহবাজের মুণ্ড
অসুরের মুখের আদল মহম্মদ ইউনূস ও শেহবাজ শরিফের মতো।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 11:07 AM
Share

বহরমপুর: ভারতের শত্রুরাই অসুর। পুজো মণ্ডপে এবার মহিষাসুর নয়, অসুরের ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে। এই  মণ্ডপ দেখা যাবে মুর্শিদাবাদের বহরমপুরে।

ভারতের উপরে চড়া শুল্ক চাপানোয় অসুরে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহরমপুরে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি তাদের দেবী প্রতিমায় অসুরকে তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে। এবার বহরমপুরের আরেকটি প্যান্ডেলে অসুর রূপে দেখা গেল মহম্মদ ইউনূস ও শেহবাজ শরিফকে।

বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এবার ৮৩ তম বর্ষ। এবারের দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আদলে তৈরি করা হয়েছে অসুর। দেবী দুর্গার হাতে যে মুন্ডমালা তৈরি করা হয়েছে, সেটা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এই বিষয়ে পুজো উদ্যোক্তারা বলছেন, তাদের এই বছরের চিন্তাভাবনার দহন, সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে।  মূলত পাকিস্তান, বাংলাদেশকেই মনে করা হচ্ছে। সেই কারণে শিল্পী দেশের শত্রু হিসাবে এই মূর্তি তৈরি করেছেন।

কিন্তু সেই মুখগুলি কার বানিয়েছে সেটা কেউ বলছে না। যদিও দর্শনার্থীরা এক ঝলক দেখেই বলছেন এটা মহম্মদ ইউনুস ও শেহাবাজ শরিফের মুখ।

অন্যদিকে, বহরমপুরের প্রতিমা শিল্পী, যিনি ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন ও ইউনুসের মূর্তি তৈরির অর্ডার নিয়েছিলেন, সেই প্রতিমা শিল্পী অসীম পালও অবশ্য খোলসা করেননি। তিনিও সাসপেন্স রেখে দিয়েছেন। তিনি বললেন, “দর্শনার্থীরা দেখুক তাদের যেমন মনে হয়, সেটাই বানানো হয়েছে।”