Forward Bloc: জন্মদিনে নেতাজির মূর্তিতে মাল্যদানের অনুমতি দিচ্ছে না পুলিশ, ফুঁসছে ফরওয়ার্ড ব্লক

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 20, 2024 | 6:06 PM

Forward Bloc: ফরওয়ার্ড ব্লকের নেতারা বলছেন, তাঁদের স্পষ্ট বলা হয়েছে কোনওরকমভাবেই অনুষ্ঠান করা যাবে না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন করবে তারপর করতে পারবে ফরওয়ার্ড ব্লকের লোকজনদের। তাতেই ক্ষোভে ফুঁসছেন সংগঠনের নেতারা।

Forward Bloc: জন্মদিনে নেতাজির মূর্তিতে মাল্যদানের অনুমতি দিচ্ছে না পুলিশ, ফুঁসছে ফরওয়ার্ড ব্লক
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

ইসলামপুর: নেতাজির জন্মদিনে নেতাজির মূর্তিতে মাল্যদানের অনুমতি দিচ্ছে না পুলিশ। তাতেই ক্ষোভে ফুঁসছে ফরওয়ার্ড ব্লকের সদস্যরা। প্রয়োজনে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের জেলা ফরওয়ার্ড ব্লকের লোকজন। তাঁদের সাফ বক্তব্য, মাল্যদান হচ্ছেই। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় পুলিশ-প্রশাসনের। প্রসঙ্গত, আগামী ২৩ জানুয়ারি মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার অন্তর্গত ইসলামপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের তরফে। কিন্তু জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, কর্মসূচির অনুমতি পেতে বারবার পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি পাওয়া যায়নি। 

ফরওয়ার্ড ব্লকের নেতারা বলছেন, তাঁদের স্পষ্ট বলা হয়েছে কোনওরকমভাবেই অনুষ্ঠান করা যাবে না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন করবে তারপর করতে পারবে ফরওয়ার্ড ব্লকের লোকজনদের। তাতেই ক্ষোভে ফুঁসছেন সংগঠনের নেতারা। এলাকার রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর। 

এদিকে প্রতি বছরই নেতাজির জন্মদিনে ঠিক দুপুর ১২টা ১৫ মিনিটে জেলায় এই অনুষ্ঠান করে আসছেন ফরওয়ার্ড ব্লকের সদস্যরা। গত বছরও একই সময়ে হয়েছে মাল্যদান কর্মসূচি। তবে গতবার ওই অনুষ্ঠানে উত্তেজনা তৈরি হয়েছিল। মাল্যদানের কর্মসূচিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ইসলামপুরে। বছর ঘুরতে না ঘুরতে এবার সেই কর্মসূচিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে। ফরওয়ার্ড ব্লকের দাবি, ইচ্ছাকৃতভাবেই পুলিশ অনুমতি দিচ্ছে না।

Next Article