Murshidabad: মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে বদলে গেল পুলিশ সুপার

Murshidabad: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে চলতি মাসেই বেনজির হিংসার ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদে। হিংসার আগুনে জ্বলেছে সুতি থেকে জঙ্গিপুর, সামশেরগঞ্জ। ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। সামশেরগঞ্জের জাফরাবাদে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ছেলেকে।

Murshidabad: মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে বদলে গেল পুলিশ সুপার
মুর্শিদাবাদে অশান্তির ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: জয়দীপ দাস

Apr 25, 2025 | 8:52 PM

কৌশিক ঘোষ ও দীক্ষা ভুঁইঞাঁর রিপোর্ট 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের এসপি বদল। মুর্শিদাবাদের এসপি সূর্য প্রতাপ যাদবকে সরানো হল। সরানো হল জঙ্গিপুরের এসপি আনন্দ রায়কেও। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়কে বদলে করা হলো থার্ড ব্যাটেলিয়ান সালুয়া। তাঁর পরিবর্তে পুলিশ সুপার হয়ে আসবেন অমিত কুমার সাউ। কলকাতা সাউথের ডিসি পদমর্যাদার অফিসার ছিলেন তিনি। 

এছাড়াও বদলি করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবকে। তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের নারায়নি ব্যাটালিয়নে। তাঁর জায়গায় আসছেন কুমার সানি রাজ। এর আগে তিনি রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে চলতি মাসেই বেনজির হিংসার ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদে। হিংসার আগুনে জ্বলেছে সুতি থেকে জঙ্গিপুর, সামশেরগঞ্জ। ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। সামশেরগঞ্জের জাফরাবাদে কুপিয়ে খুন করা হয়েছে বাবা ছেলেকে। বারবার প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। নিরাপত্তা জোরদার করে মাঠে নামে সীমান্ত সুরক্ষা বাহিনী। শেষে হাইকোর্টের নির্দেশে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনীও।