Murshidabad: জ্বলছে সুতি, গুলিবিদ্ধ যুবক, কারা গুলি চালাল, স্পষ্ট নয় এখনও

Murshidabad: জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস, অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকও দাউ দাউ করে জ্বলছেন।

Murshidabad: জ্বলছে সুতি, গুলিবিদ্ধ যুবক, কারা গুলি চালাল, স্পষ্ট নয় এখনও
তপ্ত সুতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 12, 2025 | 12:19 AM

মুর্শিদাবাদ: ফের উত্তপ্ত সুতি। জ্বলছে সরকারি বাস,  মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা।  প্রতিবাদের নামে চলছে তাণ্ডব। ইতিমধ্যেই এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলছে। তবে কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।  মুর্শিদাবাদ সুতি সামশেরগঞ্জে গুলিচালনার ঘটনা ঘটেছে বলে খবর।

জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস, অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকও দাউ দাউ করে জ্বলছেন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে  আহত হয়েছেন এসডিপিও ও পুলিশ আধিকারিক থেকে একাধিক পুলিশ কর্মী।

অবরুদ্ধ হয়ে পড়েছে  ১২ নম্বর জাতীয় সড়ক। অন্য দিকে নিউ ফারাক্কা আজিমগঞ্জ রেল লাইনে নিমতিতা স্টেশন ও ধুলিয়ান রেললাইনের ওপর বসে পড়ে বিক্ষোভ চলে। বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। প্রায় ছয় ঘণ্টার বেশি বিক্ষোভকারীদের দখলে সুতির সাজুর মোড় ও ধুলিয়ান।

ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছবি ধরা পড়েছে। শুক্রবার তা চরমে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের কয়েক জন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন।