Suti: ফের উত্তপ্ত সুতি, হচ্ছে বোমা-বৃষ্টি, জ্বলছে সরকারি বাস

Suti: রঘুনাথগঞ্জের ওমরপুরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুতিতে ভারতীয় সংহিতায় ১৬৩ নম্বর ধারা লাগু রয়েছে। কিন্তু তা অমান্য করেই হচ্ছে জমায়েত। ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ট্রেল চলাচলও।

Suti: ফের উত্তপ্ত সুতি, হচ্ছে বোমা-বৃষ্টি, জ্বলছে সরকারি বাস
উত্তপ্ত সুতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 11, 2025 | 7:22 PM

মুর্শিদাবাদ: ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তপ্ত সুতি। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা, জ্বলছে সরকারি বাস। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখনও নাগালের বাইরে। দাউ দাউ করে জ্বলছে একাধিক গাড়ি। এর আগে রঘুনাথগঞ্জের ওমরপুরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুতিতে ভারতীয় সংহিতায় ১৬৩ নম্বর ধারা লাগু রয়েছে। কিন্তু তা অমান্য করেই হচ্ছে জমায়েত। ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ট্রেল চলাচলও। সুতির সাজুর মোড়ে সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছবি ধরা পড়েছে। সুতি এবং সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ মিছিল করে এগোচ্ছিলেন। মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন পুলিশের তরফে বাধা আসে। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের কয়েক জন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন।

উল্লেখ্য, ওয়াকফ বিল পাশ হলে পরিস্থিতি যে উদ্বেগজনক হতে পারে, তা আগেই আঁচ করেছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তিনি বলেছিলেন,”মানুষ ভীত সন্ত্রস্ত। সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট দেখে আমরা আশঙ্কা করছি, ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে আবারও অশান্তি হতে পারে।”