Sagardighi By Election Result: ২৫ হাজারের বেশি ভোটে জয়ী বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস
Sagardighi By Poll 2023 Result: সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি কি ধরে রাখতে পারবে তৃণমূল?
উচ্ছ্বাসে বাম-কংগ্রেস সমর্থকরা
(নিজস্ব ছবি)
Follow Us
আজ সাগরদিঘি উপ নির্বাচনের ফল প্রকাশ। বলা চলে এক প্রকার সেমিফাইনাল। সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি কি ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি ভোট কাটাকুটিতে বদলে যাবে রেজাল্ট? বিজেপি কিংবা বাম-কংগ্রেস জোট করবে বাজিমাত? সব নজর থাকবে আজকের ভোট বাক্সে।
সাগরদিঘি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫। মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। গত সোমবারই ভোটগ্রহণ হয় সাগরদিঘিতে। এই উপ নির্বাচনে ভোট পড়েছে ৭৫.১৮ শতাংশ। রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রে নির্ণায়ক ভূমিকায় থাকবেন সংখ্যালঘু ভোটাররা। ২০১১ সাল থেকেই এই কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পর এই উপ নির্বাচন হয়।
সাগরদিঘিতে ২৫ হাজারের বেশি ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
দশম রাউন্ড গণনা শেষ। এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ১৪ হাজার ১৫৭ ভোটে এগিয়ে হাত শিবির।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “২০২১ এর প্রেক্ষিতে মানুষ মনে করছিলেন তৃণমূল ক্ষমতা থেকে চলে যেতে পারে। ওদের হারাতে কিছু ভোট আমরা পেয়েছিলাম। কিন্তু আমাদের কাছে সদার্থক দিক একটাই। ওইখানে যখন প্রবল মেরুকরণ তৃণমূলকে হারানোর জন্য তৈরি হয়ে গিয়েছে তারপরও বিজেপির এখনও পর্যন্ত যে প্রাপ্ত ভোট রয়েছে তা আমাদের সাংগঠনিক নীরিখে আশানুরূপ। ভোট শেষ হলে চূড়ান্ত ফলাফল জানা যাবে। যে সমস্ত সংখ্যালঘু এলাকায় আমাদের প্রার্থীরা গতবারের ভোটে ঢুকতে পারেননি, সংগঠন না থাকার কারণেই সেখানে যেতে পারিনি। এবার আমরা প্রার্থী দিতে সক্ষম হয়েছি।”
নবম রাউন্ড শেষে ১২ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস।
কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, “সাগরদিঘির যে ফলাফল তা প্রমাণ করছে রাজ্যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অপরাজেয় শক্তি নয়। এমন নয় যে তাদের পরাজিত করা যায় না। এখানকার মানুষ তা প্রমাণ করে দিল।”
সাত রাউন্ড শেষে আট হাজার ভোটে এগিয়ে বাইরন বিশ্বাস।
শুরু বাম-কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস। লাল পতাকা-হাত চিহ্ন একসঙ্গে মেতেছে বিজয় উৎসবে। সাগরদিঘি ব্লক মোড়ে কংগ্রেস -সিপিএম কর্মীরা আবির খেলছেন। বাম কর্মী বলেন, “আগামী দিনে সাগরদিঘি সারা রাজ্যেকে পথ দেখাবে। অনেকদিন পর মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।”
পঞ্চম রাউন্ডের গণনা শেষে বায়রন বিশ্বাস এগিয়ে ৫ হাজার ৯৩ ভোটে।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত (সকাল ১১টা) বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪৩৫ ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯ হাজার ৩৫৫ ভোট। বিজেপি প্রার্থী ৩ হাজার ৫৩ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাম-কংগ্রেস জোট ৪৬.৩৭ শতাংশ ভোট পেয়েছে। তারপরই তৃণমূল। ঘাসফুল শিবিরের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৭ দশমিক ৯৩ শতাংশ ভোট রয়েছে। বিজেপি পেয়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।
চতুর্থ রাউন্ড শেষে ২ হাজার ৮৮৮ ভোটে এগিয়ে কংগ্রেস।
একুশের নির্বাচনের উলটপুরাণ উপনির্বাচনে? তৃতীয় রাউন্ডেও এগিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬ হাজার ২০ ভোটে এগিয়ে তিনি।
শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বাইরন বিশ্বাস। পিছিয়ে তৃণমূল।
গণনা চলছে। দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্তী বায়রন বিশ্বাস। ভোটের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জোট প্রার্থীর সঙ্গে আঁতাতের অভিযোগ করে গিয়েছেন। তিনি সাগরদিঘিতে প্রচারে গিয়েও ছবি তুলে দেখিয়েছেন। ফলে বাম-কংগ্রেস এই জোট প্রার্থীর পিছনে বিজেপির ব্যাকআপ নেই তো? প্রশ্ন তুলেছে তৃণমূল।
বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বলেন, “”ব্যালট বাক্সে ভোটাররা ভয়ে ভয়ে ভোট দেয়। সেখানে তৃণমূলের জেতার কথা ছিল। সেখানেও আমরা এক ভোটে এগিয়ে আছি। এখনও পর্যন্ত ৫১৫ ভোটে এগিয়ে রয়েছি আমরা।”
সাগরদিঘিতে প্রথম রাউন্ড শেষে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ৫৩৯ ভোটে এগিয়ে তিনি।
কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বলেন, “কংগ্রেসই জিতবে। আমিও আশাবাদী ১০০ শতাংশ। তখনকার এনআরসি ভোট হয়। এখন সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল চোর। সবাই ওদের অত্যাচার দেখতে পাচ্ছে। এবার পরিবর্তন হবেই হবে। পঞ্চাশ হাজার রেকর্ডে জিতব।”
আট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হলেও মূলত লড়াই ত্রিমুখী। ভোটের ময়দানে বাম কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস, তৃণমূল প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা।
সাগরদিঘী কামদা কিংকর স্মৃতি মহাবিদ্যালয় সাগরদিঘী উপনির্বাচনের ভোট গণনা হবে।
আজ সকাল আটটা থেকে হবে ভোট গণনা। দুপুর পর্যন্ত চলবে।