Samserganj: ট্রেনের ঝটকা হাওয়ায় দোলা লেগেছিল কচুরি পানায়, আঁধারি আলোয় সে দৃশ্য থমকে দিল সময়

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2023 | 12:29 PM

Samserganj: সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারের  পুকুরের পাশ দিয়েই প্ল্যাটফর্মে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।  তাঁরাই হঠাৎ করে পুকুরের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন

Samserganj: ট্রেনের ঝটকা হাওয়ায় দোলা লেগেছিল কচুরি পানায়, আঁধারি আলোয় সে দৃশ্য থমকে দিল সময়
মুর্শিদাবাদে দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:   রেললাইনের পাশেই একটা বড় পুকুর। তাতে ঝোপঝাড়ে ভর্তি। কোনও ট্রেন গেলে হাওয়ায় দোলা দেয় মানুষ সমান বড় ঘাস, কচুরি পানা। ভোরের ট্রেন যেতেই হাওয়া লাগায় প্ল্যাটফর্মে ওঠার মুখেই নজর পড়েছিল স্থানীয় বাসিন্দাদের। অর্ধনগ্ন অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন কচুরি পানার মধ্যে। মুর্শিদাবাদের
ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন পুকুর থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারের  পুকুরের পাশ দিয়েই প্ল্যাটফর্মে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।  তাঁরাই হঠাৎ করে পুকুরের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন। হাওয়া দিতে কচুরি পানায় দোলা লাগতেই তাঁরা দেখেন পুকুরের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার দেহ।

খবর চাউর হতেই মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত ওই যুবতীকে দেখে চিনতে পারেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ওই যুবতী এলাকারই বাসিন্দা। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত্যুর আগে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ওই মহিলা। সামসেরগঞ্জ থানার পুলিশ ও রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Next Article