
বহরমপুর: পারিবারিক অশান্তি। তুমুল বচসা। তারমধ্যেই শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না অভিযুক্তের। জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে। হরমপুরের গজধরপাড়ায় বাড়ি মনোহরা বিবি (৪০)। তাঁকেই খুনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে মনোহরা বিবির সঙ্গে তুমুল ঝামেলা হয় তাঁর জামাই সুরজ শেখের। তাঁরও বাড়ি গজধরপাড়ায়। অভিযোগ, বচসার মধ্যেই ছুরি দিয়ে মনোহরা বিবিকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে সুরজ। এলাকার বাসিন্দা ও পরিবারের লোকজনই রক্তাক্ত অবস্থায় মনোহরাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছেও। ঘটনাস্থলে আসে পুলিশ। তবে সুরজের আর দেখা মেলেনি। ততক্ষণে এলাকা ছেড়ে সে গা ঢাকা দিয়েছে। তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি মনোহরার দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। তবে কী নিয়ে এই বিবাদ তা নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের এক আত্মীয় যদিও বলছেন, প্রথমে সুরজের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা হচ্ছিল। শাশুড়ি থামাতে গেলেই চড়াও হয় জামাই।