Murshidabad Murder: বৃদ্ধা মা-কে কুপিয়ে খুন, অভিযুক্ত ক্যানসার আক্রান্ত ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের বাড়িতে থাকেন বছর ৫৮-র মা মিনতি গোস্বামী ও ছেলে রঘুনাথ গোস্বামী। মৃত মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত ১০ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এই কঠিন রোগের ফলেই সম্প্রতি তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন

Murshidabad Murder: বৃদ্ধা মা-কে কুপিয়ে খুন, অভিযুক্ত ক্যানসার আক্রান্ত ছেলে
এই বাড়িতেই খুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2025 | 5:34 PM

মুর্শিদাবাদ: রাত গভীর হয়েছে। ঘুমিয়ে ছিলেন সকলে। সেই সময়ই মর্মান্তিক ঘটনা। গভীর রাতে শয্যাশায়ী বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এই খবর সামনে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের বাড়িতে থাকেন বছর ৫৮-র মা মিনতি গোস্বামী ও ছেলে রঘুনাথ গোস্বামী। মৃত মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত ১০ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এই কঠিন রোগের ফলেই সম্প্রতি তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রবিবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
ভরতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতার দেহ উদ্ধার করে। তারপর তা পাঠায় ময়নতন্ত্রের জন্য।

মৃতের প্রতিবেশী বলেন, “আমরা তো প্রতিবেশি। ঠিক করে বলতে পারব না কী ঘটেছে। তবে চিৎকার শুনতে পারছি না। পরে আওয়াজ পেলাম ছেলেটা ওর মাকে মারছে। বলছে দাদা আমায় বাঁচাও। আমায় মেরে ফেলল ছেলে। আমরা গিয়ে দেখি গোটা জামা-কাপড়ে রক্ত লেগে রয়েছে। তারপর দেখি ওই মহিলা মরেই গেছে। ছেলেটা পাগল ছিল। অনেকে ওষুধ খেত। ওর ক্যান্সার ছিল তো। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।”