
মুর্শিদাবাদ: জ্বলছে মুর্শিদাবাদের একাধিক জায়গা। তপ্ত সুতি, জঙ্গিপুর, ধুলিয়ানের মতো একাধিক এলাকা। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কার্যত সেখানে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। নেমেছে আধা সেনা। তবে এই অশান্ত পরিবেশের পরও কেন দেখা যাচ্ছে না বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে? ছবি পোস্ট করে এক প্রকার সেই প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। যে সময় মুর্শিদাবাদের মানুষ এক প্রকার দিশেহারা, সেই সময় সাংসদ ব্যস্ত তার চায়ের কাপে চুমুক দিতে। নিজের ফেসবুকে পোস্ট করা ছবিতে তেমনটাই বুঝিয়েছেন সৃজন বলে মত ওয়াকিবহাল মহলের।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের সাংসদ। দেখা যাচ্ছে তিনি সাদা পোশাক পরে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন,’আরামদায়ক বিকেল,চায়ে চুমুক,শান্তি। এই মুহূর্তে ডুবে আছি।’ সেই পোস্টটিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন বাম নেতা সৃজন। ক্যাপসনে লিখেছেন, ‘বহরমপুরের সাংসদ উপভোগ করছেন একটা সুন্দর দুপুর সঙ্গে শান্তির চা..’। অর্থাৎ, পরোক্ষে যে সৃজন কটাক্ষ করছেন তা বুঝতে কার্যত অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের একাংশের।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রয়েছে জঙ্গিপুর, সুতি, ধুলিয়ানের মতো একাধিক এলাকা। বাড়িঘর-দোকানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে গ্রামে-গ্রামে টহল দিচ্ছে পুলিশের সঙ্গে আধা সেনাও। বাদ যায়নি তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বাড়িও। ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী থেকে সেখানকার বিধায়ক-সাংসদরা যখন মানুষকে শান্ত থাকার বার্তা দিচ্ছেন, সেই সময় ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।